শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: Riya Patra | লেখক: Sourav Goswami ০২ মার্চ ২০২৫ ১২ : ৫৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে 'ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি'- যার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে টেকনো ইন্ডিয়া মেদিনীপুর স্কুলের খুঁদে পড়ুয়ারা। শুধু পড়াশোনাই নয়, খেলাধুলো এবং সহ-পাঠ্যক্রমিক ক্ষেত্রেও নজর কাড়া সাফল্য টেকনো ইন্ডিয়া মেদিনীপুর স্কুলের পড়ুয়াদের।
দ্বিতীয় শ্রেণিতেই অলিম্পিয়াডে আন্তর্জাতিক ব্রোঞ্জ-গোল্ড মেডেল! এখানেই শেষ নয়, ক্রীড়া ক্ষেত্রেও তাক লাগানো সাফল্য। সাফল্যের ঝুলিতে রয়েছে আরও চমক। আবৃত্তি এবং সঙ্গীতেও রয়েছে সাফল্যের নজির। এসব বিরল প্রতিভার হদিশ মিলল টেকনো ইন্ডিয়া মেদিনীপুর স্কুলে।
সাফল্যের কান্ডারিদের বয়স শুনলেও ঈর্ষান্বিত হতে হবে। একাডেমিক ক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্সের জন্য বেশ কিছু শিক্ষার্থী আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে স্কুলের নাম উজ্জ্বল করেছে।
দ্বিতীয় শ্রেণির সুস্নাত ঘোষ আন্তর্জাতিক ব্রোঞ্জ মেডেল ও গোল্ড মেডেল অফ ডিস্টিঙ্কশন জিতে নিয়েছেন একই প্রতিযোগিতায়। দ্বিতীয় শ্রেণির
আভেরি শ এবং চতুর্থ শ্রেণির ঐশী রায় যথাক্রমে গোল্ড মেডেল অফ ডিস্টিঙ্কশন অর্জন করেছেন। বিশেষ করে, ঐশী আন্তর্জাতিক প্রথম স্থান অর্জন করে নজর ইতিমধ্যেই কেড়েছে।
পঞ্চম শ্রেণির সৌরদীপ মান্না পঠনপাঠনের জন্য ট্রফি জিতে নিয়েছেন এবং এসওএফ কাউন্সিলের তরফ থেকে ৫০০০ টাকার স্কলারশিপ পেয়েছেন। এছাড়াও, তিনি এসওএফ ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াডে আন্তর্জাতিক র্যাঙ্ক ৩ অর্জন করেছে।
ক্রীড়া ক্ষেত্রেও স্কুলের শিক্ষার্থীদের দুর্দান্ত পারফরম্যান্স:
পঞ্চম শ্রেণির অঙ্কুশ রায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আয়োজিত আন্ডার-১৩ জেলা স্তরের ক্রিকেট টুর্নামেন্টে নির্বাচিত হয়েছেন। অষ্টম শ্রেণির অনুষ রায় আন্ডার-১৪ জেলা স্তরের ফুটবল টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে সম্মানিত হয়েছেন, আর অষ্টম শ্রেণির আয়ুষ্মান দাস জেলা সাব-জুনিয়র সাঁতার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করেছে।
নবম শ্রেণির অস্মিত মন্ডল ১৫-১৮ বছর বয়সী বালকদের কুমিতে তৃতীয় স্থান দখল করেছে পঞ্চম কিয়োকুশিনকাইকার্ন ক্যারাটে জেলা চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ।
স্কুলের ছাত্রছাত্রীরা সহ-পাঠ্যক্রমিক ক্ষেত্রেও সমান দক্ষতা দেখিয়েছে:
টিআইজিপিএস, মেদিনীপুর খড়গপুর বইমেলা ইন্টার স্কুল দাবা প্রতিযোগিতায় (২০২৫-২৬) দ্বিতীয় রানার-আপ স্থান অর্জন করেছে। দ্বিতীয় আঞ্চলিক 'সৃষ্টি শ্রী মেলা'-তে টেকনো গ্রুপ আবৃত্তি এবং গ্রুপ গান (ক্যাটেগরি এ এবং বি)-তে প্রথম পুরস্কার পেয়েছে, যা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত হয়েছিল।
সপ্তম শ্রেণির প্রীতি মণ্ডল 'সবুজ স্বপ্ন ফাউন্ডেশন' দ্বারা আয়োজিত ইন্টার স্কুল প্রবন্ধ লেখার প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করেছে। ৩০০ জন অংশগ্রহণকারীর মধ্যে প্রীতি ছিলেন একমাত্র ইংরেজি মাধ্যমে পড়া শিক্ষার্থী, যে বাংলা ভাষায় প্রবন্ধ লিখে পুরস্কৃত হয়েছে। তাঁর প্রবন্ধটি 'সবুজ অক্ষর', জানুয়ারি ২০২৫ সংস্করণে প্রকাশিত হয়েছে।
পড়ুয়াদের সাফল্য শিক্ষার্থীদের পরিশ্রম এবং শিক্ষকদের দৃঢ় নেতৃত্বের ফসল। টেকনো ইন্ডিয়া মেদিনীপুরের শিক্ষকরা ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশে অত্যন্ত গুরুত্ব দেন, যা তাঁদের একাডেমিক, ক্রীড়া এবং সহ-পাঠ্যক্রমিক ক্ষেত্রে যে সাফল্য তা তুলে ধরে। টেকনো ইন্ডিয়া মেদিনীপুর শুধুমাত্র ছাত্রছাত্রীদের একাডেমিক সাফল্যের জন্য নয়, বরং শিক্ষার প্রতিটি ক্ষেত্রে তাঁদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করার জন্যও বিশেষভাবে প্রশংসনীয়। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষার মানোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আধুনিক শিক্ষা পদ্ধতির সঙ্গে নৈতিক শিক্ষা ও মূল্যবোধের সংমিশ্রণে শিক্ষার্থীদের গড়ে তুলছে, যা তাঁদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে সাহায্য করছে।
তবে শুধু একাডেমিকই নয়, টেকনো ইন্ডিয়া মেদিনীপুরের ক্রীড়া এবং সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমগুলিও শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং দলগতভাবে কাজ করার চিন্তাভাবনার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুলের পরিকাঠামো, অভিজ্ঞ শিক্ষকরা এবং সর্বদা শিক্ষার মানোন্নয়নের চেষ্টা শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল করার দিকে অগ্রসর করছে। টেকনো ইন্ডিয়ার এই অবদান শিক্ষাক্ষেত্রে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে এবং তা নিঃসন্দেহে দেশের শিক্ষাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হবে।